তুলবে বাপে-
     উচ্চ ধাপে,
রোজ করেছেন চেষ্টা;
আমি অধম-
    কদম কদম,
পাইনি মনে তেষ্টা!


পড়া লেখা-
    যেটুক শেখা,
জ্ঞানটা রয় অ-পূর্ণ
আজ বাবা নেই
    শহরে এই
যেদিক তাকাই শূন্য।।


কোথাতে যাই-
   কী করে খাই,
জ্বলছে ক্ষুধার অগ্নি;
মামা কাকা,
    সবাই বাঁকা,
তাকায় না ভাই-ভগ্নি!!


২৮ আগষ্ট ২০১৯, উত্তরা, ঢাকা।