শোন আক্তার, আমি ডাক্তার
নিজের কথাই বলি-
সোজা রাস্তায় নেই আর আস্থা
একটু বাঁকাই চলি।


এক দুই করে তেইশটি বছর
করেছি জ্ঞানের চাষ!
অনেক টাকা ব্যয় করে শেষে
এমবিবিএস পাশ!


ভিটেটা গেছে, ব্যবসা বাপের
বোনের ডিপোজিট;
মায়ের গহনা বেচে শেষবারে-
দেয়ালে ঠেকেছে পিঠ।


যা ব্যয় হয়েছে সুদে-আসলে
তোলা তো সেটা চাই;
তেইশটি মাসে রি-কভার হোক
লক্ষ্যে এগিয়ে যাই!


রোগী এলে তাই রোগের বদল
দেখি পকেটখানি;
এই টেস্ট আর ঐ টেষ্ট দিয়ে-
বাড়াই পেরেশানি!


প্যাথলজি আর ডায়াগোনসিস
সেন্টার যতো আছে,
রোগী পাঠালেই কুড়ি পারেসন্ট
কমিশন ওদের কাছে!


এই সেই করে প্রতিদিন আসে
বিশ-বাইশ হাজার মোটে
জীবিকার ব্যয় বাদ দিয়ে বল
তবিলে কতোটা জোটে?