আমি-
মন পোড়াবো এমন আগুন নই!
কারো প্রেমের মূল্য দিতে-
ব্যথার সাগর পারি নিতে।
আমি-
মনের কাছে প্রাণের কথা কই!


আমি-
সুখ পোড়াবো এমন আগুন নই!
পৌষে যাদের শরীর কাঁপে-
উষ্ণতা দেই আমার তাপে;
আমি-
শীর্তাতদের খড়ের আগুন হই।।


আমি-
ঘর পোড়াবো এমন আগুন নই!
পুড়তে পারি স্বৈরীর আসন,
নৈরাজ্যের অবাধ শাসন!
‌আমি-
বুকের ভিতর এমন আশা বই।।


__________________
৩১ জানুয়ারী ২০১৮, লালমনিরহাট