বৈঠী-ঘুষের মইটি বেয়ে-
খোকন সোনা ছাদে;
মা-মনি তার দাওয়ায় বসে-
আঁচল পেতে কাঁদে!


ঘুষের টাকায় চাইনা বাড়ি
চাইনা গাড়ি আর-
দধি-পায়েশ, আরাম-আয়েশ
ওসব পাপের ভাঁড়!


পান্তা ভাতে-ই কান্তা খুশী
ধর্ম মতের রুজি;
না হয় বাবা কাশির পথেই
ছুটবো সোজাসুজি!


ছোঁবোনা তোর ‘অন্ন’ আমি
বন্য পথের রুটি;
শেষ বয়সে- হায় ভগবান!
দেখাচ্ছো ভ্রু-কুটি!!