এপাশ.
গিনি খাঁটি দাঁত কপাটি
পান খেয়ে ঠোট লাল।
বগলতলে বালিশ চেঁপে,
হুজুর এতোকাল-
বেশ তো ছিলেন আয়েশে!
সকাল বিকাল ভৃত্য ডেকে
তেল মাখাতেন গায়ে সে!


ওপাশ.
হঠাৎ সেদিন টেলিফোনে-
খবর এলো কি যে!
তেলের শিশি নিয়ে হুজুর
ঢাকায় ছোটেন নিজে।