আপত্তি?
করবো বলুন কিসে?
নিত্যজীবন পলে পলে
স্বার্থবাদের নানান ছলে
উঠছে ভরে বিষে।
ভরুক-
ব্যবসায়ীরা নিরাপদেই
ব্যবসা ওদের করুক।


বিষকে এখন বিষ ভাবি না
ভাবছি তাকে মধু,
মাছ-গোশত্ ফল-মূল আর
উস্তা-পেঁপে-কদু
ফরমালিনের বিষে-
মিশছে যখন মিশতে থাকুক
রোজই যেমন মিশে।


শব্দ-দূষণ, বায়ু-দূষণ,
জল-দূষণের ঢাকা-
তাতে বা কী? হচ্ছে তো ভাই
নাম্বার ওয়ান থাকা!
থাকি-
হাজার দূষণ বহন করেই
দিনগুলি যাক্ বাকি।।