মিষ্টি ভাষী!
            ঠোঁটে হাসি!
ভাবখানা তোর দেখাস যতো সরল;
ভেতরে তুই-
ঠিক ততোটা-ই গরল!


যে পরেছে তোর ঐ ফাঁদে,
        দিন গড়ালে ডুকরে কাঁদে।
না, না-
তোর কথাতে আর দেবোনা কান!


সকল জ্বালা-
        সইতে পারি,
চুপটি করেও রইতে পারি!
বইতে শুধু পারিনা যে প্রেমের অপমান!!


###০৯/১০/১৭, লালমনিরহাট###