শব্দ-আকাশ স্তব্ধ হয়ে বসে-
ছন্দতারা পড়বে কখন খসে!
কাব্যজমিন হবে আলোকিত;
জোনাকীমন জ্বলছে নিয়মিত।


ভুলোপথে ধূলো উড়ায় কেবা,
ঝর্ণাজলে উড়োমেঘের সেবা।
পাহাড়চূড়া কখন ছুঁবে ভূমি,
মন্দহাওয়ায় খবর নিও তুমি।


আরশিমুখীর পড়শীরে কি ভয়?
শিউলী-সকাল জানলে পরিচয়!
চাঁদনিশিতে দেখুক না যে-কেউ
মনসায়রে উথালপাতাল ঢেউ।।