ওপারে ছিলো না সুখ
এই পারে এসে-
দুখেরই প্লাবনে যাই
হররোজ ভেসে |


সুখ! সে অপার্থিব
কি বা তার রঙ
জীবনের বাঁকে বাঁকে
সে দেখায় ঢঙ |


ঢঙ দেখে সঙ সাজি
রঙ মাখি গায়-
নিমিষে ফুরুৎ সুখ
দূর অজানায় |


পরে থাকে স্মৃতিটুকু
তাই নিয়ে কাঁদি
আবার ধরবো তারে
আশা বুকে বাঁধি ||