(প্রিয়কবি রনজিৎ মাইতির অনুকাব্য-২০ এর নির্যাস। কবিতাটি তাঁর সৌজন্যে নিবেদিত হলো)


ভরা আষাঢ়ে আষাঢ়ে গল্প নয়,
তবুও দেখছি গল্প তেমনি হয়।
মন্ডু ছাড়াই..গান্ডু হাঁটছে সিধা,
সবের দেখি সত্য বলতে দ্বিধা!


মিথ্যের ঘাঁনী রোজই টানি সবে,
ভাবছি আষাঢ়ে ইতি কখন হবে?
ইতির নীতি কোথা ভিজিয়ে রাখি
সাধুসাধু মুখ কথায় ভীষণ ফাঁকি।


সম্ভব নয়, তবু উড়ি ডানা মেলে
বাস্তবতার... দুর্দিন পিছু ঠেলে
আষাঢ়ে গল্পের এটাই কম কিসে
চিন্তা-চেতনা রোজ সেখানে মিশে।