অতীতের বেলকনি- সে যে কতো লম্বা!
পায়চারি করি যতো, পড়ে না সে কম বা!
হাঁটি  হাঁটি পরিপাটি... প্রতি ক্ষণ নিত্য,
কতো সুর কতো গান ভরে নাতো চিত্ত!
সারে সারে রোজ বাড়ে মাকালের গাছটা!
ওর সাথে বাড়ে নাতো-চাষে’ বাকি পাঁচটা।
তবু জোর তুলি শোর,  খুঁজি সেই রাস্তা,
আকাশ কুসুমে থাকে জীবনের-ই আস্থা।
ভুল সেতো ভুলই হয়, ফুল হয়ে ফোটে না,
অভাগার রাত বড়ো, দিবাকরও ওঠে না।