করছি না হাম-তাম
গলা তুলে শব্দ;
তবুও তো হর-রোজ
হচ্ছি গো জব্দ!


কর্তার চেয়ে বড়
কর্তার চামচা;
কর্তা রুমাল পাতে
সে পাতে গামছা!


তবু নেই ফোঁস-ফাস
গরীবের কম বল!
জোচ্চোরে লুটে নেয়-
অভাগার সম্বল!!