সুখের ঐ দরজায় রোজ দেই টোকা,
           সুখ একরোখা;
নিত্য সে আমাকে- বানাবেই বোকা!


                বলে-
"আমি অপার্থিব! কেনো ছুঁতে চাস?
           তুই বারোমাস?
আমি তো চিরস্থায়ী করি নারে বাস!


পৃথিবীটা ঘুরে দ্যাখ-কে বা সুখি বল?
             সবটুকু ছল;
  সুখী সুখী অভিনয়-ই হয় অনর্গল।"