তোমার চুলের গন্ধ পেলে
মাতাল যেন- হই
ইচ্ছে করে গোলাপ হয়ে-
জড়িয়ে শুধু রই!


তোমার চোখের নীলসাগরে
ঢেউয়ের নাচন খুব
দেখলে বড়ো ইচ্ছে করে-
দেই সেখানে ডুব!


আবীর ছাড়াই তোমার ঠোঁটে
পদ্ম ফোটে ঠিক-
ফুটলে আরো চাঁদের হাসি
আমি হারাই দিক!


ঝন্-ঝনিয়ে যখন বাজে
তোমার হাতের চুড়ি
মনটা আমার হঠাৎ-ই হয়
ছেঁড়া সুতোর ঘুড়ি!


তুমিই আমার অদ্বিতীয়া-
গোপন মনের আশা,
পাইনা ভেবে কেমন করে-
জানাই ভালোবাসা!