ছন্দরা সব দ্বন্দ্ব করে-
হারিয়ে গেলো দূরে,
শব্দ হলো স্তব্ধ বাতি
রাতের আকাশজুড়ে!


বাক্য এলো সাক্ষ্য দিতে
তখন আমি একা,
শুন্য পাতা মেঘের খাতা
হয়নি কিছু লেখা।


বোধটা বলে ঠাট্টা ছলে
‘তুই বড় অ-কবি
জনম ভরে চেষ্টা করে-
ব্যর্থ আজি সবই!’