তুই বললে-  অথৈ জলে
দিতে পারি ঝাপ ;
নিতে পারি-বুকের উপর
একশ’ টনের চাপ |
ঘুষি মেরে ভাঙতে পারি
তিমি মাছের চোয়াল;
ধাক্কা দিয়ে ফেলতে পারি
চায়না গ্রেট-ওয়াল |


তুই বললে- এভারেস্ট-এ
ওঠা ব্যাপার নয়,
আমাজনের জঙ্গলটাও
করতে পারি জয় |
চাইলে পরে- তাজমহলও
বানিয়ে দেবো কাল
ঘুরিয়ে দিবো উল্টো দিকে
দিন, তারিখ, সাল |


তুই বললে- চাঁদটা এনে
দিতে পারি হাতে,
শনি-মঙ্গল  গ্রহগুলোও
দিতে পারি সাথে |


কিন্তু শুধু তেঁতুল পেড়ে
দেওয়া অসম্ভব!
শুনছি গাছে ভুত রয়েছে
ধরবে ঠেঁসে খপ |
=================
লালমনিরহাট / ০৩ জুলাই ২০২০