মাথায় নিয়ে ঋণের বোঝা-
রহিম মিয়ার উপায় খোঁজা;
মাঠের কাঁচা ধান-
হাঠাত এসে কেড়ে নিলো
অসময়ের বান!


হারিয়ে গেছে মুখের হাসি
উদাস চোখে গহর চাষী-
ক্যামনে যাবে দিন!
গোদের ‘পরে বিষের ফোঁড়া
মহাজনের ঋণ!!