অষ্টাদশী সমীরণ-
নিকায়
বিকায়
শরীর মন।
স্বপ্নরা তার বন্দী পাখি;
বুকের খাঁচায় ডাকাডাকি।
কেউ বোঝেনি
কেউ খোঁজেনি
পাখির আঁখি সবুজ বন!!


অষ্টাদশী সমীরণ-
ভাবে
যাবে
কই কখন।
বাসর হলো কালের নিশি,
লুকিয়ে রাখা জহর শিশি।
টুপকরে তায়
চুপকরে খায়
যবনিকায় জীবন রণ।।
---------------------
০১ জানুয়ারি ২০১৮, লালমনিরহাট।