(পারমিতা৫৮(অনুরাধা) দেবীর “মানসী (কাব্য কণিকা ৯৭)”-এর
মন্তব্যে লেখা কবিতাটি তাঁর সম্মানে নিবেদিত হলো।)


আর তো ক’টা দিন...
শোধিয়ে দিবো তোমার কাছে-
আমার যতো ঋণ!


তুমি সাগর, আমি নদী,
ছুটছি.... প্রিয় নিরবধি;
ব্যকুলপ্রাণে তোমার মাঝে-
কখন হবো লীন!!


সাক্ষী আকাশ, সাক্ষী ভূমি
লক্ষ্য আমার কেবল তুমি
অস্তিত্ব-ই তুমি আমার-
সকল সুখের চিন!!