আক্তার আলী ডাক্তার এখন
যত্নে দেখেন রোগী;
হাঁপানী, জ্বর, সর্দি-কাশি
যেমন ভুক্তভােগী!


অসুধ-পাতি বলতে লাগে
একটু ভোরের শিশির!
একটুখানি রাতের আঁধার
আমাবশ্যা নিশির!


আরো লাগে গোধূলী-রঙ
শেষ বিকেলের আলো;
শ্রাবণ দিনের বৃষ্টি-ফোটা,
নয়তো মেঘের কালো!


যোগার করে খবর দিবেন,
পাঠিয়ে দিবো তাকে;
দেখে নিবেন অসুখ-বিসুখ
তখন কোথায় থাকে!