ছোটবেলায় যেসব কথা- বলতেন আমার বাবায়-
সেসব কথাই এখন আমায় ভীষণ রকম ভাবায় |
            শুনিনি তো তাঁর উপদেশ,
            তাই জুটেছে দুঃখ-ক্লেশ |
পদে পদে হই নাজেহাল, হারছি জীবন দাবায় ||


অথচ  তাঁর  স্বপন ছিলো- সুবোধ  হবে ছেলে-
উঠবে উচু পাহাড় চূড়ায়...  সকল বাঁধা ঠেলে |
           অবাক করা- খ্যাতি-যশে,
          মানবে তারে দেশ ও দশে |
সারা জীবন কাটবে যে তার শুধুই হেসে-খেলে ||


কিন্তু আমি... দুঃখ ঠেলে-ই করছি জীবন পার-
বাবাও নেই, নেই কো কোন শাসন-বারণ তাঁর |
            সোজা সড়ক যাচ্ছে বেঁকে
             আৎকে উঠি খন্দ দেখে |
যোগে-গুণে... হয় না আমার- দুইয়ে দুইয়ে চার ||
===========<><>===========


২২ সেপ্টম্বর ১৯৯৫ আমাদের কাঁদিয়ে বাবার পরলোক গমন করেন। জীবনপথের প্রতি বাঁকে আমি তাঁর স্পর্শ অনুভব করি। পেশায় সামান্য দর্জি হওয়ায় অর্থনৈতিক কারণে- দুনিয়াতে তিনি খুব একটা সুখ-শান্তি ভোগ করে যেতে পারেননি। তাই আজ তাঁর ২৬তম মৃত্যু বার্ষিকীতে  দু’হাত তুলে দোয়া করি পরম করুনাময় আল্লাহ তায়ালা তাঁকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।