বাবুসাব অজগর অজপাড়া গাঁয়,
দিন রাত উৎপাত চায় আর খায়,
নিত্যের জন্য
ভৃত্যের অন্ন-
এইটুকু দিতে যেন তার জাত যায়!


বাবু-সাব কুমির এক কুর্মিটোলায়,
মিঠে মিঠে কথাতে মনটা ভোলায়,
ভুলো এই মনটা
থাকে সারাক্ষণটা
পরে ঐ বাবুজির কথার ঝোলায়!