বেঁচে থাকার আশায় শুধু
কতো কিছুই করি,
সোজা সড়ক ছেড়ে কত
বাঁকা সড়ক ধরি!
পরের কাঁধে পাড়া দিয়ে
নিজে উপর পৌছি গিয়ে
লোক দেখানো সাধু সাজি
মুখে- হরি! হরি!


বেঁচে থাকার আশায় কত
স্বার্থ ধরে টানি
মরে গেলে শূন্য দু'হাত
সেটাও ভালো জানি।
তবু সুযোগ নিতেই থাকি
চল-চাতুরী, যাদুর ফাঁকি!
মরেও যিনি বেঁচে আছেন
তাকেও আঘাত হানি!