বাবা বলতেন-"এই ছেলেটা
ভীষণ রকম বলদ!
প্রতিবাদ করা শিখলো না সে
কোথায় যেন গলদ!
অধিকার কি? তাও জানে না
মানিয়ে চলতে জানে,
কেমন করে সে বেঁচে রবে
স্বার্থের এমন টানে?"


তবুও আমি বর্তে রয়েছি,
বাবার ধারণা ভুল;
এই যা আমার সুখ-কাননে
ফোটেনা শুধু ফুল।
নিত্য বাড়ে দুখের আগাছা,
মেনেও নিয়েছি তাই;
দুই দিনের এই দুনিয়াদারি
চাওয়ার তেমন নাই।।