.    বাঁচতে শিখা/১
এই আমাকে একলা রেখে-
বলো নাগো কোথায় ছিলে?
তুমি বিনে পদ্য জীবন-
খেই হারাতাম অন্ত্যমিলে।


ভালোবাসার দু'হাত পেতে
যেই আমাকে জড়িয়ে নিলে,
মন্দ ভুলে ছন্দ ছড়ায়-
আলো হাসে হৃদ-নিখিলে।
      <><><>


      বাঁচতে শিখা/২


স্মৃতিতে ছিলাম যত্নবান
তাই...সারাক্ষণ পিছুটান
টানে- টানে- জীবন পার-
বুঝতে শিখি কেবা কার!


আগলে বুকে শুধুই কায়া
মিছেই ধরে রাখছি মায়া
মায়ায় পেলাম- মরিচিকা।
সব হারিয়ে বাঁচতে শিখা!
       <><><>