চাপট দাপট ছড়ায় গড়ায়
প্রতিবাদের সুর-
ওসব কি আর কাজে লাগে?
ধুৎত্তোরি ছাই! ধুর!
নেতা-খেতা সেজে যারা
আকাম কুকাম করে-
ক’জন তারা এসব দেখে
ক’জন ছড়া পড়ে?


যাদের আছে সাহিত্য প্রেম
পাঠক-কবি বেশ-
তারাই শুধু বাহবা দেন
বাহবাতেই শেষ!
সাহিত্যের এই গন্ডি ছেড়ে
প্রতিবাদের আলো-
যায় না দূরে, দেশটা জুড়ে
থেকেই যায় কালো!