বৈশাখে হয় ঝড়-বাদল আর
জৈষ্ঠ্যে পাকে ফল
আষাঢ় মাসে বৃষ্টি ঝড়ে
শ্রাবণ মাসে ঢল!
নদীর জলে জোয়ার আসে
ভরে পুকুর খাল
ভাদ্র মাসে নরম গরম-
গাছে পাকে তাল!


আশ্বিনে হয় দূর্গা পুজা
কার্র্তিকে কাত্যাণ-
অগ্রা’ণে পাই ঘরে ঘরে
পিঠেপুলির ঘ্রাণ!
পৌষে আসে শীতের বুড়ি
নাঙা দু’টি পায়,
মাঘে চড়ে বাঘের পিঠে
শীত পালিয়ে যায়!
ফাগুণ মাসে গাছে গাছে
ফোটে নানান ফুল
চৈত্র মাসের খড়োতাপে-
হাঁপায় প্রাণীকুল!!