ধুম পড়েছে ঘুমপাড়া-তে
সোনাব্যাঙের বে,
পরশু রাতের বৃষ্টি নাকি
খবর এনে-ছে!


কোলা-হোলা কাকড়াখেকো
ঝিঁঝিঁব্যাঙের ছানা
কেউবা বাজায় ঢোল-তবলা
কেউবা করে গানা!


কুনিব্যাঙের টুনি সে তো
ফেলে সকল কাজ
দু-দিন ধরে পার্লারেতেই
নিচ্ছে গায়ের সাজ।।


সবুজ,হলুদ,লালচোখওয়ালা
গেছোরা সব কই?
ধান-দুব্বার হয়নি জোগাড়
বললো সোনার সই!