কোলারে কয় কুণো :
"তোরা হচ্ছিস বুনো
আমি আসল ব্যাঙ
করিনা ঘ্যাঙ ঘ্যাঙ
নেইতো ডাকাডাকি
রাজার মতো থাকি
চিন্তা ভাবনা নাই
উড়ি-পিঁপড়ে খাই
রঙিন স্বপন আঁকি।।"


গর্জে বলে কোলা :
"ওরে নবাব পোলা
পরের ঘরে থাকো
দিকও চেনো নাকো
ধরাকে ভাবো কড়াই
সেটুক নিয়ে বড়াই
বাইরে এসে দেখো
আমার মতো শেখো
জীবন মানে লড়াই।।"