ভালো বলবো কারে?
এই জগতে- আমি তো ভাই
নিজেই ভালো নারে!!
বাইরে সাধুর রূপটা ধরি
মনে লাভের অঙ্ক করি
একটাকে দেই দুই বানিয়ে
দুই-কে ঠেলি চার-এ!


পর-উপকার করতে গিয়ে
শর্ত জুড়ে দেই;
তবু কারো দেখলে ভালো
হারিয়ে ফেলি খেই।
ঠিক থাকে না মতি-গতি
কি ভাবে তার করি ক্ষতি
কাউকে আমি ধারে কাটি
কাউকে কাটি ভাড়ে!!


============
প্রকাশিত : ২৯/১২/২০২১ ইং বুধবার,
# দৈনিক আমাদের সময় # বিনোদন পাতার ‍
"সময়ের ছড়া বিভাগে।