ভরসার ‘ভ’-টা কই?
‘র’ তো রসাতলে,
‘সা’ নিয়ে সাধুবাবার
তোড়জোড় চলে!


‘ভ’ গিয়ে ভুতেরবাড়ি-
ভুত হয়ে নাচে;
‘র’ মিছেই ‘রণ-বীর’
উঠে বট গাছে।


‘সা’ ছোটে সাঁই সাঁই
খায় চক্কর
‘ভরসা’র ভয়ে কাঁদে
আবু বক্কর!


( আমাদের গ্রামের জনৈক আবু বক্কর- ভরসা বা বিশ্বাস করে (কোন প্রমাণ ছাড়া) এক ব্যক্তির নিকট কিছু টাকা জমা রেখেছিল। যার কাছে জমা রেখেছিল- সে ব্যক্তি অস্বীকার করলে দুজনে গোল বাঁধে। এক পর্যায়ে হাতাহাতি-রক্তারক্তি। থানায় অভিযোগ যায়- পুলিশের ভয়ে আবু বক্কর গ্রাম ছাড়া।)