নাম সুকুমার,
    ইয়া মোটা ঘাড়,
       পেটখানা চলে আগে;
খায় খিলিপান,
    গায় সদা গান,
        কাউকে পেলেই বাগে...
করবে দুস্তি,
    লড়বে কুস্তী,
        কনুইয়ে মারবে গুঁতো;
বলবে "খাস কী?
     রাম টাসকি?"
         মামদো ভূতের ছুতো!


"রয়েছে আমার
     ভূতের খামার
         ভূ-তলে একটা মাত্র;
কেউবা জ্ঞানী,
     কেউবা ধ্যানী,
         কারোর ধোঁয়াশা গাত্র।
কেউবা মোটু
     কথাতে পটু
         কেউ কথাকয় অল্প
কেউবা আবার
     রাত্রি কাভার
          করে শুধু বলে গল্প!


সামলে ভয়টা-
     পুষবি কয়টা?
         বোতলে ভরে রাখবি,
যেমনই হংস,
      বাড়াবি বংশ,
         নাম ধরে ধরে ডাকবি।


ভূতের আন্ডা-
     উহ্ঃ কী ঠান্ডা!
         দেখতে পারবি ছুঁয়ে?
একটি বাচ্চা-
      হয় খুব আচ্ছা,
         আন্ডা মিলে দুইয়ে!
সে এক কান্ড!
       দু'হাতে ভান্ড-
          জন্মেই চায় খাদ্য!
না দিলে খাবার
      তারাই আবার
          বাজায় বাজনা বাদ্য!!"


২৬ ফেব্রুয়ারী ২০১৮, লালমনিরহাট।