ভাতে হলো জাতের বিচার
চাড়াল আড়াল অর্থে
রাজায় বাজায় করতালি
প্রজায় ভোগেন শর্তে।


সৃষ্টি যিনি করেন তিনি-ই
ফারাক রাখেন মর্তে
কাউকে উচু কাউকে নীচু
কাউকে ফেলেন গর্তে।


ধর্ম রাজে-  বকেন বাজে
নিজের গোলা ভরতে,
আমার কীগো সাধ্য আছে
এপাশ ওপাশ নড়তে!


আমি অধম বুদ্ধিটা কম
না পাই কিছু করতে,
দিনে দিনে জড়াই ঋণে
থাকতে বেঁচে-বর্তে!
===========