স্বচোখে দেখেনি কেউ কোন দিন
তবু বলে’ তাঁর আছে-
পোষমানা জ্বীন!
হুকুম করেন যা’ তাই বাধাহীন
দিবারাত খেটে তারা
শোধ করে ঋন!


বিল্টুর বড়মামা বড় কবিরাজ
ঝোপ বুঝে কোপ মারে-
খেতে পারে ভাজ!
নিত্য দেখি তাঁর আঁইঢাঁই সাজ
কেউ বলে-“বাটপারী-
করা তার কাজ!”


###র ০৮ মে ২০১৭, লালমনিরহাট ###