নিয়ম-নীতির ধার ধারিনা
যেমন ইচ্ছে মনে;
লিখে পাঠাই ইথার যোগে-
পাঠক জনে জনে!


কাব্য না অ-কাব্য সেটা
বুঝি না-তা মোটে,
তবু দেখি গিলছে পাঠক,
ঢেঁকুরও বেশ ওঠে!


সেই ঢেঁকুরের শব্দ শুনে-
স্তব্ধ ছবি আঁকি,
নোবেল-টোবেল একটা কিছু
পাবার আশাও রাখি!


পাজামা পাঞ্জাবী পরে-
ফেসবুকে দেই ছবি,
লোকে দেখে কমেন্ট করেন
“বিরাট বড় কবি!”