নিখাঁদ প্রেমের প্রগাঢ়তায় রাখছি তোমায় বেঁধে-
চাইবোনা ‘মন’ কোন দিনও না দাও যদি সেধে;
              স্বপ্নগুলো বুকে লয়ে
              বিরহের যন্ত্রনা সয়ে
একটি জীবন কাটিয়ে দিবো নাহয় কেঁদে কেঁদে!


এই পৃথিবীর ফুলবাগিচায় কতোই না ফুল ফোটে;
সকল ফুলের ভাগ্যে কী আর মালার কদর জোটে
              আমি নাহয় তেমনি ফুল,
              জীবনজুড়ে কেবলই ভুল,
ভুলের মাসুল দিতে-ই আমার দেহ ধরায় লোটে!
==========<>=<>===========