বিগড়ে গেছে কানাই,
পাক্কা ষোল আনা-ই,
ঘটক নাকি-
দিচ্ছে ফাঁকি,
করছে ধানাই-পানাই।


হোকনা খোড়া,কানা-ই,
বধির হলেও না নাই!
পাত্রী রাজি-
ডাকবো কাজী,
উঠবে বেজে সানাই!


এই কথা তো জানা-ই,
কেমনে এখন মানাই,
যাচ্ছে বেঁকে
পাত্র দেখে-
কারোর মুখে হাঁ- নাই!