.     প্রথমাংশ


চমক দিলে হয়না সোনা
   ঠমক দেখে নারী;
অনেক কথার ফানুস ওড়ে
   যদি বিয়ের বাড়ি!


বাঁশের চেয়ে কঞ্চি বড়
  আমের চেয়ে আঁটি;
কামাই করার হয়নি মুরদ
   পোশাক পরিপাটি!


ঝুট-ঝামেলা যতো থাকুক
   কাজীর কথাই পাকা,
পেটপুরে চাই গোস্ত-পোলাও
   হাতে  নগদ টাকা!


টাকার কথায় কাকা রাজি
    খুন্তি-চামচ কই?
খাবার-দাবার উঠেলা জমে
    মানুষে থই থই!!
     ==<><>==


      দ্বিতীয়াংশ


খবর গেলো প্রশাসনে
  নাবালিকার বিয়ে
তরিৎ হাজির টিএনও সাব
  পুলিশ সাথে নিয়ে।


বেড়া ভেঙ্গে বর পালালো
   ঘটক মশাই কই?
এঘর ওঘর তালাশ শেষে
   ছাদে লাগায় মই!


ছাদের কোণে ঘাপটি মেরে
   ছিলেন কনের বাবা
ছাগের কাঁধে অমনি পরে
   যেন বাঘের থাবা!


গ্রাম জুড়ে হই-হুল্লোর
  ভারি মজার খেল্
মেয়ে বিয়ের অপরাধে
  বাপের হলো জেল।