যদি থাকতাম আজো আমরা
সাড়ে-সাত কোটি বাংগাল;
বাঁচার টানে এখানে ওখানে-
সাজতে হতো কী কাংগাল?


মলিন হতো কি ঐ পতাকা-
যা কেনা শহিদের রক্তে?
সামনে দুর্দিন আরো ঘনাবে
বসলে- বিধাতাও তক্তে!


সবার আগে আপনার আমার
সেই বোধ হওয়া দরকার-
একের অধিক সন্তান-ই নয়-
স্বপক্ষে থাকুক সরকার!!


বাড়ছে মানুষ উড়ছে ফানুস
কবি কথা কয় কাব্যে;
কমলে মানুষ মিটবে ক্যাঁচাল
কবে দেশবাসী ভাববে?
==========<><>