বোধ-১
জীবনের পথ সোজা নয় মোটে
তবু সোজা ভেবে চলছি,
নিজের উচ্চতা- যতো বড়ো নয়
তারও চেয়ে বেশি বলছি।
যাহা রাখা উচিত মাথার উপরে
তাহা দুই পায়ে দলছি।


কেন আমি এত তালকানা ছিলাম
সেই ভেবে আজ জ্বলছি
ভুলের স্তুপ এতো বেড়েছে যে
ভেবে দুই কান মলছি।।


বোধ-২
ছোট থেকে কোন নিয়ম মানিনি
যখন যেমন পারতাম-
শক্তি কিংবা বুদ্ধির জোরে-
সর্বদা সীমা ছাড়তাম।
যা আমার নয়, অন্যের বেসাত
কৌশলে সেটা কাড়তাম।
শাসনের নামে- শোষণ করেই
কাউকে কাউকে মারতাম।


দায়িত্বের সাথে সময়ের কাজ
সময়েই যদি সারতাম,
তা হলে জীবনপ্রান্তে এসে কি-
এই ভাবে আমি হারতাম?