হা-ভাতির ফুটো বাঁটি,ভাঙ্গাচোরা থালি!
জাতের বিভেদ গড়ে- পাত রাখে খালি!
উনি যে মাতাব্বর,
বাঁচান নিজের ঘর!
রাস্তায় মরে পড়ে থাকে তোরাব আলি!


স্বার্থের টানাটানি- প্রতিদিনই দেখি-
বিবেকেরে ডেকে বলি- হচ্ছেটা সে কি?
সে বলে- “চুপ থাক-
ভিতরেই পুষে রাখ!
ওটা নিয়ে করবি না কোন লেখালেখি!”


তাজ্জব বনে যাই... তার কথা শুনে!
বলবো না কি ফারাক- চিনি আর নুনে?
এই কিরে স্বাধীনতা?
জেনে-বুঝে মৌনতা?
এজন্যে দেশ কেনা- এক নদী খুনে?