বুকে চেপে শত কষ্ট বলছি -“ভালো আছি!”
এতো ভীষণ ভালো থাকা যমের কাছাকাছি!
অন্ধ চোখের ভগবান,
কখন সুতো দিবে টান
ফুরিয়ে যাবে জীবন বায়ুর সকল নাচানাচি!


স্বজন যারা পাবে তারা ক্ষণ কালের শোক
তুলসী তলায়- নগ্ন স্নান
বাঁশেরমাচা, ধূপের ঘ্রাণ
বলো হরি, হরিবোল- করবে মিছিল লোক!
ওপার গিয়ে- নরকেও চলবে সাজা ভোগ!


নন্দিত প্রবুদ্ধ শ্রদ্ধেয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের ১৩/১১/২০২২ ইং তারিখে আসরে প্রকাশিত কাব্য- “আচ্ছা দিন-৩” পাঠন্তে মতামতের ফরমে লেখা কবিতা। কবিতাটি প্রিয় কবিকে নিবেদন করলাম।