পাতিনেতা জাতি ধরে-
টান দিয়েছেন ইট্টু,
তাতেই দেখেন নিজের জাতে
একের পর এক গিট্টু।


বেচতো কাকা তালের পাখা
বাতাস গায়ে হাকিয়ে,
বড়জেঠা হাত পেতেছেন-
ঠোঁট দু’খানি বাঁকিয়ে।


বাবার ছিলো খাবার দোকান
ভাই-ভায়রা মেছিয়ার,
জুটতো নাকো বেতন তাদের
কতোই হতো বেচি আর!


দাদা খেতেন চাঁদা তুলে-
পীরজঙ্গীর মাজারে,
নানা ক’বার মার খেয়েছেন-
চুরির দায়ে বাজারে!


এপারের মাল ওপার করে
ক’টা টাকার মালিক সে!
তাতেই তিনি ফড়িং থেকে-
ভাবেন বড় শালিক সে।


###শনিবার,০৫ আগষ্ট ২০১৭, লালমনিরহাট###