বড় শিয়ালের বড় হা!
টুপকরে খায় পেলো যা!
হাঁস-মুরগী, ছাগল ছানা;
নেই অরুচি,নেইকো মানা!
নাদুস নুদুস গতর-টা।।


বড় শিয়ালের বড় ঠ্যাঙ!
যাকে খুশী মারে ল্যাঙ!
মানে না সে আপন পর;
আকুতভয় তার অন্তর।
তার ভয়ে সব কুনোব্যাঙ!


বড় শিয়ালের বড় কথা!
হুকুম চালান যথা তথা!
কেউ করেনা অমান্য;
সবটাতে তার প্রাধান্য
পীড়ন সহন নিরবতা!


বড় শিয়ালের বড় হাক!
হুক্কা-হুয়া বাজাও ঢাক!
যাকে পাও তাকে ধরো;
খাও দাও মাস্তি করো!
আইনানুগের আছে ফাঁক!