ইষ্টি-কুটুম-  মিষ্টি সুরে,  ডাকছে দূরে-
কদম ডালে;
কদম ডালে-পাতার আ'লে ভর-দুপুরে!


ঝুম-ঝুমিয়ে- নূপুর পায়ে, পূবাল বায়ে-
বৃষ্টি এলো...
বৃষ্টি এলো... মিষ্টি হেসে, আমার গাঁয়ে!


টিনের চালে তাল-বেতালে নাচছে কেকা
পেখম তুলে,
পেখম তুলে- মনের ভুলে ভিজছে একা!


অরূপ রূপে- চুপে চুপে হাসছে  আলোয়-
রঙের রেখা;
রঙের রেখা যাচ্ছে দেখা মেঘের কালোয়!


রামধনু  রঙ  বাহারী সঙ দেখনা...চেয়ে-
ভিজবে এসো-
ভিজবে এসো; আমায় ডাকে বৃষ্টি মেয়ে!