জীবন যখন থমকে গেছে নিঃসংগতা এখন শুধুই পুঁজি।
ঝাপসা দু’চোখ ধূষর দেখি ঐ নীলিমার নীল।
সময়ের বাঁকে কর্কশ ডাকে ভয়ার্ত গাংচিল।
উতাল গাঙ্গে স্মৃতির পানসী বেয়ে রূপকথার দ্বীপ খুঁজি!


সম্পর্কের হিসেব-নিকেশ নিভৃতে সব হয়ে গেছে ইতি।
ধারদেনা নেই, একা আমি,একঘরে সংসার।
আমার জন্য অপেক্ষাতে কেউ থাকেনা আর।
মনকে বোঝাই এটা বিধির লিখন, এই দুনিয়ার রীতি!