বৃষ্টি এলো ছন্দে
কদম কেয়ার গন্ধে
মনের ভেতর
বনের পাখি
ভিজে কী আনন্দে।


হয় সে মেঘের মাল্লা
দেয় সুদূরে পাল্লা
আকাশ কোলে
ঝাকাস্ দোলে-
বিজলীবাতির ঝাল্লা*!


ঝাল্লা* > ঝালর অর্থে ব্যবহৃত। ঝালর > উৎসবে ব্যবহৃত কুঞ্চিত প্রান্তদেশবিশিষ্ট সুসজ্জিত বস্ত্রবিশেষ।