হঠাৎ নাকি হারিয়ে গেছে
বুবুন সোনার হাসি,
খবর পেয়ে শহর থেকে-
ছুটে এলেন মাসি!
এঘর খোঁজেন ওঘর খোঁজেন
উল্টে বিছান-বালিশ,
কে লুকালো সোনার হাসি?
কাকে করেন নালিশ!


দু’দিন থেকে বাড়ির সবাই
খুঁজে- দিশেহারা!
“খান্ত দিলে চলবে নাকো-
খুঁজুন সকল পাড়া!
পাড়ায় যদি নাইবা থাকে
খুঁজবো গোটা দেশে।”
তাইনা শুনে বুবুন ওঠে-
খিলখিলিয়ে হেসে!