পরের কথা বলবো পরে
নিজের কথা বলি,
যেপথ সোজা সেপথে নয়
বাঁকা পথেই চলি।


চলতে গিয়ে রক্ত ঝরে,
শক্ত করি মন,
গদি সমেত তক্ত পেতে-
এ সব প্রয়োজন।

আম-জনতা আমের আঁটি
হুজুগের বাংগাল,
সময় মতো- বগলদাবা,
দেবো এমন চাল।