নৈতিকতা___মানবতা-
সব তুলেছি শিকোয়;
হাট-বাজারে এসব এখন
জলের দরে বিকোয়!


এখন বুঝি- বাঁচলে নিজে-
থাকবে বাপের নাম
স্বার্থ খুঁজে তাইতো বলি-
‘সবসে বড়া হাম’!


সুখের ছোঁয়ায় যাচ্ছে তো দিন-
খেয়ে-পড়ে ভালো!
লোক-সমাজে নাইবা থাকুক
চরিত্রটায় আলো!


চরিত্রটার সনদ তো আর-
দেয়না পাড়ার লোকে।
মেয়র যদি লিখেন 'ভালো'
কে আর তাঁরে রোখে!


# ২৮ জুলাই ২০১৫, লালমনিরহাট।